প্রকাশিত: Wed, Apr 26, 2023 4:24 AM
আপডেট: Tue, Jul 1, 2025 9:12 PM

চালকদের নিয়ন্ত্রণে সফটওয়্যার বানাচ্ছে বিআরটিএ


মাহাজালা মেলিস্তা: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) প্রকৌশল বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার শীতাংশু শেখর বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি জানান, আগামী মাস দুয়েকের মধ্যে শেষ হবে এই সফটওয়্যার তৈরির কাজ। এরপরই সারাদেশে একযোগে এর ব্যবহার শুরু করবে বিআরটিএ ও পুলিশের ট্রাফিক বিভাগ। শুরুটা হবে ঢাকা মহানগর থেকে।

শীতাংশু শেখর বিশ্বাস জানান, নতুন এই সফটওয়্যারটি হবে পয়েন্ট ভিত্তিক। অতিরিক্ত ওজন বহন এবং ইচ্ছাকৃত ভাবে অন্য কোনো যানবাহনে পথ রূদ্ধ করলে কাটা যাবে ২ পয়েন্ট। এছাড়াও ট্রাফিক সঙ্কেত বা আইন ভঙ্গ, নির্ধারিত সীমার বেশি জোরে গাড়ি চালানো, উচ্চমাত্রায় হর্ণ বাজানো, যত্র-তত্র পার্কিং,সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা আইন লঙ্ঘন, ব্যক্তিগত গাড়ির বাণিজ্যিক ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায়, মিটার পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে এক পয়েন্ট করে কাটা যাবে।  

সূত্র জানায়, অপরাধের মাত্রা বেড়ে ১২ পয়েন্ট কাটা গেলে বাতিল বা স্থগিত হবে ড্রাইভিং লাইসেন্স। ৮ পয়েন্ট হারালে ২ বছর পয়েন্ট ফেরতের আবেদন করতে পারবে না। আর লাইসেন্স একবার বাতিল হলে ওই ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবেন।

জানা যায়, এই সফটওয়্যারে একজন ট্রাফিক সার্জেন্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ট্রাফিক আইন ভাঙলে জরিমানার পাশাপাশি পয়েন্ট কাটার কাজ করতে পারবেন। টানা ৬ মাস নিয়ম মানলে ফেরত পাওয়া যাবে ২ পয়েন্ট। সম্পাদনা: শামসুল বসুনিয়া